রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে রেশমবাগান পুলিশ চেকপোস্টের কাপ্তাই সড়ক ধরে প্রাইভেট কার করে পাচার কালে ১শত ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৪ জনকে আটক করা হয়েছে। চোলাই মদ পাচারে ব্যবহৃত টয়োটা কারটিও জব্দ করা হয়েছে।
আটককৃত মোঃ শাহেদুল ইসলাম (২৯) এবং মোঃ ইব্রাহিম (৩২) চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। এছাড়া আটককৃত সৈকত মহাজন (২৯) ও টিটু দাশ(৩৪) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন এর বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
ওসি আরোও জানান বুধবার (২৭ আগস্ট) ভোর ৬ টায় কাপ্তাই থানা এলাকাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশমবাগান পুলিশ চেক পোষ্টের সামনে থানার এসআই মোঃ আজিজুল হক ও এসআই সুজনের নেতৃত্বে পুলিশ ফোর্স করলা প্রাইভেট কার তল্লাশী করে কারের পিছনে বনেট এর ভিতর থেকে বস্তাভর্তি অবৈধ ১ শত ২০ লিটার চোলাইমদ জব্দ করেন। সেই সাথে কারের মধ্যে থাকা ৪ জনকে আটক করা হয়েছে। চোলাই মদ পাচারে ব্যবহৃত ১টি টয়োটা কার, যাহার রেজিঃ ঢাকামেট্রো গ-১৩-৫৩৫৮ জব্দ করা হয়েছে। পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু পূর্বক বুধবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।