সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আহ্বান

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুশান্ত চাকমা। বিশেষ অতিথি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা কেবল বইমুখী জ্ঞান অর্জনের জন্য নয়, বরং সুশিক্ষার মাধ্যমে একজন মানুষকে নৈতিক, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যম। এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

বক্তারা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, এ ধরনের সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হলে পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। শিক্ষার্থীরা যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সুস্থ সমাজ গঠনে অবদান রাখতে পারে, এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, একটি সুশিক্ষিত প্রজন্মই পারে আগামী দিনে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। তাই প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুশান্ত চাকমা তার বক্তব্য বলেন, বর্তমান বিশ্ব ৪র্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, সে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ও তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। Ai যেভাবে পৃথিবীতে আকড়ে ধরেছে সেভাবে মানব সভ্যতাকে এগিয়ে নিতে হবে সে জন্য পড়ালেখার বিকল্প নেই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: