ফেসবুকে মানহানিকর ভিডিও দেওয়ার জন্য কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন যে, আমি লোকমান আহমদ (৬০), পিতা- মৃত আলহাজ্ব আ: শুক্কুর, সাং-আপস্ট্রিম জেটিঘাট, ৪নং ওয়ার্ড, ৪নং কাপ্তাই ইউনিয়ন এর নতুন বাজার-৪৫৩৩, গ্রাম- জেটি ঘাট, জাতীয় পরিচয়পত্র নম্বর- 6893115664, জন্ম তারিখ-০৭/১১/১৯৬৫ ‘মোবা-০১৮৭৬-০০৬১০০ থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করার আবেদন করেতিছে যে -আমি উপেজলা বিএনপির সভাপিত হই এবং রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ২৫ মিনিট এ আমার ‘ফেসবুক আইডিতে প্রবেশ করলে ‘দেখতে পাই যে , MD Yusuf সভাপতি কাপ্তাই ইউনিয়ন বিএনপির আইডিতে ‘শেয়ার করা “আমি জিয়ার সৈনিক” লিংক-https://www.facebook.com/share/17fjPRTAm4


















