“আর কত নিরীহ ব্যবসায়ী আগুনে পুড়ে নিঃস্ব হবে, আর কত সাধারণ মানুষ মারা গেলে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন হবে?”—এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মহালছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ভস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েন। কিন্তু মহালছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি—এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমা, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, সদস্য সচিব মোঃ আশরাফুল সাকিব, যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদেরসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মহালছড়িতে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকীকরণ সময়ের দাবি। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক, আধুনিক সরঞ্জাম ও অবকাঠামোগত উন্নয়ন না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। এমনকি দুইটি অ্যাম্বুল্যান্স থাকা সত্ত্বেও সেবার অভাবে রোগীরা সঠিক সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, জনস্বার্থে মহালছড়ির এই দুটি গুরুত্বপূর্ণ দাবি সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের ক্ষোভ আরও বাড়বে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, মহালছড়ির জনজীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করা হোক।
মানববন্ধ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতা কর্মীরা।


















