রাঙামাটির কাপ্তাই লগগেইট শ্রীশ্রী জয়কালী মন্দিরের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) হতে মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা।
এদিন মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন, মাঙ্গলিক পূজার্চ্চনা,ভক্তিমূলক সঙ্গীত প্রতিযোগিতা,ভক্তিমূলক নৃত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ, মহতী ধর্মসভা এবং শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়
প্রতিযোগিতায় ক,খ,গ বিভাগে প্রায় শত প্রতিযোগীর অনিন্দ্য সুন্দর অংশগ্রহণে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক, বিশিষ্ট পদাবলী কীর্তনীয়া শিল্পী উর্মি বণিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ বিশ্বাস ও টেলিভিশন শিল্পী লিপি দাশ। নৃত্যে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এ্যানি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী প্রিয়ন্তি ধর, বিন্তি ধর ও সারা সরকার। কাপ্তাই শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও শিল্পী বাঁধন চক্রবর্তী পূজা অপূর্ব সঞ্চালন ও মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সমাজহিতৈষী ডাঃ কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাপ্তাই জয়কালী মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ। ধর্মসম্মেলনে শুরুতে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন করেন জয়কালী মন্দিরের সাবেক সভাপতি সমীর প্রসাদ ধর।
এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত ধর, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, অর্থ সম্পাদক সাধন দাশ, মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক প্রদীপ দাশ,উপদেষ্টা রতন সেন সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
একইদিন বিকেল ৫ টায় ধর্মীয় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কালী-কৃষ্ণতত্ত্বালোচনা করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ্ গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ।
ধর্মসভা ও পুরস্কার বিতরণ শেষে রাঙ্গুনিয়া শিলক গৌরাঙ্গ বাড়ি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল স্বরূপ দাস বাবাজীর পৌরহিত্যে অধিবাস কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট অধিবাস কীর্তনীয়া ছোটন সরকার। পরদিন ২৬ জানুয়ারি সোমবার ব্রহ্মমুহুর্ত্ব হতে শুরু হবে ভূবণমঙ্গল শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞ।


















