রাঙামাটিতে পাহাড়ে জেন্ডার ও দ্বন্দ সংবেদনশীল শিক্ষা অনুশীলনের উপর চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা পরিষদের ২ নং সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।
রাঙামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে রাঙামাটি জেলা পরিষদ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক তনয় দেওয়ান, জেলা পরিষদের মেয়েশিশু ও নারীর ক্ষমতায় কম্পোনেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেশ্বর চাকমা পল্টু।
বাংলাদেশ, কানাডা রাঙামাটি জেলা পরিষদ এবং ইউএনডিপির শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায় কম্পোনেন্ট এসআইডি সিএইচটি প্রকল্পের আওতায় এ কর্মশালার করা হয়েছে।