করোনা সংক্রমণ প্রতিরোধে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রদান শুরু হয়েছে।
গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পর্যন্ত প্রায় ১ হাজার এর অধিক ব্যাক্তিকে করোনার ৪র্থ ডোজ প্রদান করা হয়েছে বলে জানান কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি।
তিনি আরো জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সম্মুখ যোদ্ধা ও তালিকাভুক্ত ষাটোর্ধ্ব সাধারণ জনগণের জন্য করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। যারা ইতিপূর্বে ভ্যাকসিনের তৃতীয় ডোজ গ্রহণ করেছেন চার মাস অতিবাহিত হলে সরকারি নির্দেশনা অনুযায়ী তালিকা ভুক্ত সাধারণ নাগরিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য বৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক অন্যান্য সম্মুখ যোদ্ধাগন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ টিকা গ্রহণ করতে পারবেন বলে জানান।
এইজন্য কোন এসএমএস এর প্রয়োজন হবেনা। তৃতীয় ডোজ গ্রহণের ডকুমেন্ট সহকারে প্রতি সোমবার ও বুধবার হাসপাতলে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহন করতে পারবে। এ ছাড়া অন্যান্য টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।