রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে। মেলা চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। রাঙামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে আয়োজিত মেলায় মোট ৪০টি স্টল অংশ নিচ্ছে।এরমধ্যে রাঙামাটির নয়টি আর ৩১টি স্টল থাকছে জেলার বাইরের। মেলায় প্রবেশের জন্য টিকেট এবং প্রতিদিন রাত আটটায় প্রবেশ টিকেটের ওপর তিনজনকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করবেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। সেখানে বিশেষ অতিথি থাকবেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার)।
আজ দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে আয়োজিত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভায় এতথ্য জানিয়েছেন চেম্বার কর্তৃপক্ষ। সভায় মেলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ। এসময় তিনি বলেন, রাঙামাটিকে ব্র্যান্ডিং করতে এ মেলার আয়োজন। পাহাড়ি জেলা রাঙামাটির উৎপাদিত পণ্য সমতল জেলার মানুষের কাছে পরিচিত করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি উসাংমং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক মোঃ নিজাম উদ্দিন, মনসুর আলী, মনিরুজ্জামান মহসিন, ওবায়দুল্লাহ মনসুর ও হারুন মাতব্বর উপস্থিত ছিলেন।