অবৈধভাবে ইটভাটা স্থাপন করায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া ও ৩নং ওয়ার্ডের হাতিয়াপাড়া এলাকার তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। আজ এ অভিযানে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে ১০নং ইসলামপুরের এবিএম ইটভাটাকে ১ লাখ টাকা, হাতিয়াপাড়ার এসআরটি ইটভাটাকে ১ লাখ টাকা এবং নতুনপাড়ার আরআরআর ইটভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা জানান, ইটভাটা স্থাপনের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মাটিরাঙ্গার তিনটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়।