নির্বাচনে তমুল লড়াইয়ের ইঙ্গিত দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়া জেএসএস সহ সভাপতি ঊষাতন তালুকদার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের কাছে তিনি প্রত্যাহারের আবেদন জমা দেন।
এ সময় জেএসএস জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা উপস্থিত ছিলেন।
প্রত্যাহারের আবেদন জমা দিয়ে ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দলের সিদ্ধান্ত মোতাবেক তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।
রাঙামাটির একমাত্র আসনে মনোনয়ন জমা দেন ৫ জন। উষাতন প্রত্যাহার করায় নির্বাচনে থাকছেন বাকী চার জন এরা হলেন আওয়ামীলীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুন রশিদ মাতব্বর, সাংস্কৃতি ঐক্য জোটের আওয়ামীলীগ নেতা অমর কুমার দে এবং তৃণমুল বিএনপির মিজানুর রহমান।
২০১৪ সালে নির্বাচনে দীপংকর তালুকদারকে ১৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন উষাতন। ২০১৮ সালে ৩৫ হাজার ভোটের ব্যবধানে ঊষাতনকে পরাজিত করেন দীপংকর তালুকদার। ২০২৪ সালের নির্বাচনে এই দুই প্রার্থী নিয়ে এতদিন আলোচনা ছিল।