আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট সক্রিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সুইডেন সরকারের আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে জেন্ডার সমতা এবং জলবায়ু জোট কমিটি গঠনের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট্ রাঙামাটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আশিকা ক্রিয়া প্রজেক্টের সমন্বয়কারী মিতু চাকমা সভার শুরুতে প্রকল্পটি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
এতে তিনি তুলে ধরেন তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন নিশ্চিত করন, বৈষম্যদূরী করন, বাল্য বিবাহ রোধ পারিবারিক সহিংসতা ও জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলার জন্য কাজ করার সুযোগ রয়েছে। তারই আলোকে এ প্রকল্পে কাজ করা হবে।
সভায় সবার সম্মতি ক্রমে নুকু চাকমাকে সভাপতি সাংবাদিক হিমেল চাকমাকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিক এনজিও কর্মী ও সুশীল সমাজের ২০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।