সেনাবাহিনী লংগদু জোন ও প্রধান শিক্ষক জালাল হোসেন মালেকের তত্বাবধানে রাঙামাটির লংগদু উপজেলার অবহেলিত পাহাড়ের কোনে উত্তর ইয়ারিংছড়ি এলাকায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় সেনামৈত্রী উচ্চবিদ্যালয়।
বর্তমানে স্কুলটি সরকারী এমপিও ভুক্ত, যেখানে রয়েছে দুই শতাধিক ছাত্র ছাত্রী। অত্র প্রতিষ্ঠানটিতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নবীন বরণ এবং বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় অত্র স্কুলের প্রধান শিক্ষক জালাল হোসেন মালেকের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর ইয়ারিংছড়ি আর্মি ক্যাম্পের প্রতিনিধি সার্জেন্ট শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এসএম মোক্তার হোসেন,আটারকছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য, রুস্তম আলী রুপচান মেম্বার সহ অভিভাবক গণ উপস্থিত ছিলেন।