রাঙামাটির কাউখালী উপজেলার দুই ইউনিয়নে ২ ইটভাটায় শনিবার উপজেলা প্রশাসন মোবাইল কোর্টে পরিচালনা করে। এ সময় দুই ভাটার মালিককে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সুত্র জানায়, উপজেলার বিভিন্ন ইটভাটার উপর মহামান্য হাইকোর্টের সম্পুর্ন নিষেধাজ্ঞা সত্বেও এসব ইটভাটায় গোপনে ইট পোড়ানোর কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী কাউখালী থানা পুলিশের এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সার্বিক সহযোগিতায় শনিবার দুপুরের পরে উপজেলার ৪ নং কলমপতি ইউনিয়নের আদর্শগ্রামের জেবিএম ইটভাটা প্রোপাইটর মো: সিরাজ উদ্দিন কে মোবাইল কোর্টে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের আমছড়ি গ্রামের মেসার্স কেবিএমন ইটভাটার প্রোপাইটার মোঃ সৈয়দ কৌম্পানী কে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করেন বলে জানা যায়। পাশাপাশি এই দুই ইটভাটায় নতুন ইট সম্পুর্ন ধ্বংস করেন এবং ইটভাটা দুইটিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে পানি দিয়ে সম্পুর্ন আগুন নিভিয়ে দেন।