কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোর মৃত্যু হয়েছে।
আজ (২২ জুন) বিকেলে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় গোসল করতে নেমে মাহিদুর রহমান মুহিত(১২) ও আহনাব সাদিব ইনাম(১২) নামের ওই দুই কিশোর পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্হানীয়রা ওই দুই জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপালে নিয়ে আসে বিকেল সাড়ে পাঁচটায়। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে মানুষের ভীর বাড়তে শুরু করে।
সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করে।
জরুরি বিভাগের চিকিৎসক তৃষা চাকমা জানান, পানিতে ডুবে যাওয়া দুই কিশোরের মৃত্যু হয়েছে হাসপাতালে আনার আগেই।
দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।