একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. জিনোবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে আজ বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রাঙামাটি বৌদ্ধ সমাজের ব্যানারে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন মৃদুল কান্তি বড়ুয়া, কিরণ বিকাশ চাকমা, পূর্নিমা বড়ুয়া, সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বৌদ্ধ নর-নারীরা অংশ নেন। সমাবেশে বক্তারা ড. জিনোবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।
উল্লেখ্য, গেল ৮ মার্চ চট্টগ্রাম শহরের নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জিনোবোধি ভিক্ষু অবস্থান করার সময় হামলার শিকার হন। ড. জিনোবোধি ভিক্ষু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক।