খাগড়াছড়ির রামগড়ে অভিযান পরিচালনা করে ৪ দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৫ জুন) দুপুরে রামগড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা।
জানা যায়, এদিন অভিযান পরিচালনাকালে বাজারের নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় খালেক হোটেলে মালিকে ১০ হাজার টাকা, মানহীন ও বিএসটিআই অনুমোদন ব্যতিত প্রসাধনী বিক্রি করায় হৃদয় কসমেটিকসের মালিকে ২ হাজার টাকা, একি অপরাধে রৃপকথার কসমেটিকসের মালিককে ২০ হাজার টাকা ও ফ্রিজে মেয়াদউত্তীর্ন ঔষধ রাখার দায়ে জাহাঙ্গীর মেডিকেল এর মালিককে ২০ হাজার টাকা সহ মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।