ঝুলন দত্ত, কাপ্তাই।
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে ৮৪ লিটার মদ ও মদ বহনকারী অটোরিকশাটি (সিএনজি) জব্দ করেছে।
গত সোমবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে পাচারের সাথে জড়িত পুলিশ কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কাপ্তাই থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন, এএসআই লিমন মিয়া, এএসআই আরিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স বারোঘোনিয়া পেট্রোল পাম্প এলাকায় অভিযানে যায়। সেখানে তথ্যর ভিত্তিতে সিএনজি তল্লাশি করে ৮৪ লিটার মদ জব্দ করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি জানতে পেরে মদ পাচারকারীরা পালিয়ে যায়। পুলিশ মদ ও সিএনজি জব্দ করে কাপ্তাই থানায় নিয়ে আসে।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, সিএনজি চালকের নাম পাওয়া গেছে। তার নাম মোঃ শাকিল (২৪)। সে চট্টগ্রামের পশ্চিম রাউজানে মৃত শরিফ আহমদের ছেলে।
ওসি বলেন, মদ পাচারের সাথে জড়িত মোঃ সাজ্জাদ নামে আরেকজনের নাম পেয়েছি। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার শামসুল আলমের ছেলে। মদ ও সিএনজি জব্দের ঘটনায় কাপ্তাই থানায় মাদক দ্রব্য আইনে মামলা ডায়ের হয়েছে