রাঙামাটির রাজস্থলী উপজেলা বিএনপির পক্ষ থেকে ২নং গেইন্দ্যা ইউনিয়ন লংগদু পুনঃবাসন পাড়া সাদ্বাম্মাসীরি বৌদ্ধ বিহারে অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় ২নং গেইন্দ্যা লংগদু পুনঃবাসন পাড়া সাদ্বাম্মাসীরি বৌদ্ধ বিহারে অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য রাজস্থলী উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা নগদ ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান করেন।
এবং অনুদান শেষে মাঠ প্রাঙ্গণে পরিদর্শন করলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, উপজেলা সাধারণ সম্পাদক মংঞো মারমা, সহ সভাপতি চথোয়াইপ্রু মার্মা, জেলা বিএনপির সদস্য মিশাচিং মার্মা, উপজেলা সহ সভাপতি মুইথুইঅং মারমা, উপজেলা বিএনপির সদস্য লাকি মারমা, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ওয়াইংম্রাচিং মারমা , উপজেলা মৎস্যজীবী সভাপতি মেদুসে মারমা সহ বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের দল। বিএনপি এদেশের সকল ধর্মের মানুষের জন্য সবসময় কাজ করে আসছে। পাহাড়ি বাঙালি সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের পাহাড়সহ বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
এসময় বক্তারা বলেন, বিএনপি একটি ধর্মনিরপেক্ষ দল।সবসময় জনগণের পাশে আছে থাকবে এবং কাজ করে যাবে।