কাপ্তাই উপজেলা তথ্য আপা প্রকল্পের আয়োজনে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায়) এর আওতায় বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টায় চন্দ্রঘোনা কেআরসি স্কুল মিলনায়তনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ১০০ জন গ্রামীণ নারী অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন বলেন, সমাজের বি়ভিন্ন সেক্টরে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। এখন অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাই বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক রোধে নারীদের প্রথমেই পরিবার হতে এগিয়ে আসতে হবে। উঠতী বয়সী সন্তানরা কি করছে এটা মায়েদের খেয়াল রাখতে হবে।
কাপ্তাই উপজেলার তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা নুংমেচিং মারমার সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: এনামুল হক হাজারী ( পিএইচডি), কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কেআরসি স্কুলের প্রধান শিক্ষক নুরনাহার বেগম।