রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজস্থলী উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকন্ঠে স্লোগানে মুখরিত করেন এবং জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।
র্যালিতে উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমান শেখ সাবেক বিএনপির সভাপতি জাহিদ মেম্বার বিএনপি’র সহ-সভাপতি আবুল হাসান মেম্বার সহ-সভাপতি সগীর আহমেদ জেলা বিএনপির সদস্য মেসাসিং মারমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, যুবদল,আহবায়ক শামীম আহমেদ রুবেল যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তংচংঙ্গ্যা ছাত্রদল সদস্য সচিব, সাজান তংচংঙ্গ্যা স্বেচ্ছাসেবক দল, আহ্বায়ক মিনহাজ উদ্দিন সদস্য সচিব সিরাজুল ইসলাম কৃষক দলের সভাপতি বিশু সাহা সাধারণ সম্পাদক মোঃ সুমন খান মহিলা দল সভাপতি প্রেমা তালুকদার মৎস্যজীবী দলের সভাপতি মেদোসি মারমা, সাবেক দুই নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান মো, সোলেমান, সিনিয়ার ও সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটান।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে।”
তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে থেকে নিরবিচারে লড়াই চালিয়ে যাবে।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে র্যালি ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।