পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংলান, পাতা, সাংক্রাই, সাংগ্রাইং, চাংক্রান, উদযাপন উপলক্ষে বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি ইউনিয়নের কেরনছড়ি পাড়ায় দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) কেরনছড়ি যুব সংঘ ক্লাব কর্তৃক বিঝু উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ও ২নং কেংড়াছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যানদ্বয় সুনীল কান্তি দেওয়ান ও রামাচরণ মারমা (রাসেল), বিলাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রব, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক ও ১২৪ নং নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমা প্রমূখ। এছাড়া রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এর আগে ১০ এপ্রিল সকালে ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন মার্মা ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে বিঝু উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী নানা আয়োজন করা হয়েছে।