২৯৯-পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিএনপি, জামাতসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। তবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি বাপ্পী চাকমা (স্বতন্ত্র), এনসিপির প্রিয় চাকমা (জামাত প্রার্থীর সমর্থনে), ক্যালন প্রিয় চাকমা (স্বতন্ত্র) এবং বিএনপির দীপেন দেওয়ানের বিকল্প হিসাবে নেওয়া তার সহধর্মিনী মৈত্রী চাকমা।
সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা সহকারে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটিতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় দলটির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ-সদস্য মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যডভোকেট মামুনুর রশিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা আমির আবদুল আলীমসহ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মোখতার আহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
এছাড়া মনোনয়নপত্র জমা দেন খেলাফত মজলিশের আবু বক্কর ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর (চরমোনাই পীর) জসিম উদ্দীন ও গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা। এর আগে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির অশোক তালুকদার এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা।
নির্বাচন পর্যন্ত প্রতিদ্বন্ধিতায় থাকবেন উল্লেখ করে জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রার্থী সবাই। বিএনপির দীপেন দেওয়ান বলেন, বর্তমানে ধানের শীষের জয় জয়কার চলছে। জয় নিয়ে আমি নিশ্চিত আশাবাদী।


















