রাঙামাটি শহরের দক্ষিণ পাশে আসামবস্তির ডিভাইন আইল্যান্ডে পা রাখলে চোখে পড়বে দ্বীপের বিভিন্ন পয়েন্টে বসে রংতুলি দিয়ে ক্যানভাসে ছবি আঁকছেন একদল তরুণ চিত্রশিল্পী।
তাদের রংতুলি আর ক্যানভাসে ফুটিয়ে উঠছে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সকাল থেকে বিকাল এরপর সন্ধ্যা দিনের প্রতিটি মুহুর্ত ক্যানভাসে আঁকছেন চিত্রশিল্পীরা।
এর বাইরেও অনেকে ছবি আঁকছেন নিজের মনের মত করে। এর মাঝে আনন্দ বেদনা অনুভূতি তুলে ধরছেন চিত্র শিল্পীরা
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করা ও পড়ুয়া চিত্রশিল্পীদের হাতের তুলিতে ভেসে উঠছে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য। এসব চিত্রকর্ম নিয়ে অনলাইনে অফলাইনে প্রদর্শনী করা হবে জানিয়েছে আর্ট শিল্পীদের নিয়ে গড়া কুলট্যুর আর্টট্রিপের সমন্বয়ক কাজী সোহরাব পারভেজ।
আর্ট শিল্পীদের এ চিত্রকর্ম প্রদশর্নী করা হলে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগের সুযোগ মিলবে দর্শনার্থীদের। এতে রাঙামাটির পর্যটন শিল্প আরো সম্মৃদ্ধ হবে।