মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ২৫, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম বেটলিং মৌজার ভারত সীমান্তবর্তী নিউথানাং গ্রামে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে স্থানীয়দের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা হরেন বিকাশ ত্রিপুরা জানান ২৫ অক্টোবর রাত পনে ১১ ঘটিকায় দমকা ঝড়ো হাওয়া শুরু হলে মূহুর্তে স্থানীয় বাসিন্দাদের ২০ টি ঘর ধুমরেমুচড়ে চালা উড়িয়ে নিয়ে যায় এতে কেও হতাহত না হলেও বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার হলো থপ্রেসা ত্রিপুরা পিতা, উল্লকুমার ত্রিপুরা, সজেন্দ্র ত্রিপুরা, পিতা, পেপেসা ত্রিপুরা, সুবকুমার ত্রিপুরা, পিতা, মৃত কালাচান ত্রিপুরা, রবেন্দ্র ত্রিপুরা, পিতা, দলিকুমার ত্রিপুরা, দজেন ত্রিপুরা, পিতা, বাহন কুমার ত্রিপুরা, ৬ কর্কমোহন ত্রিপুরা, পিতা, বাসাইকুমার ত্রিপুরা, মহিন্দ্র ত্রিপুরা, পিতা, বাহন কুমার ত্রিপুরা, বাহন কুমার ত্রিপুরা, পিতা, অবিমুইন্য ত্রিপুরা, অনঙ্গ সাধু ত্রিপুরা পিতা মৃত যহিন্দ্র ত্রিপুরা, গহেন্দ্র ত্রিপুরা, পিতা, রামথাই কুমার ত্রিপুরা, লকুমার ত্রিপুরা, পিতা, কৃতিকুমার ত্রিপুরা, খলেন্দ্র ত্রিপুরা, পিতা, বৃ্ন্দা কুমার ত্রিপুরা, কুলেন্দ্র ত্রিপুরা পিতা, কাটাকুমার ত্রিপুরা, পূর্ণরশি ত্রিপুরা, পিতা বিষ্ণু কুমার ত্রিপুরা, হুকা ত্রিপুরা, পিতা,দিরানন্দ ত্রিপুরা , মগেন্দ্র ত্রিপুরা, পিতা করনজয় ত্রিপুরা, বহিনচা ত্রিপুরা পিতা বরেন্দ্র ত্রিপুরা, বেরাই কুমার ত্রিপুরা, পিতা মৃত অখিলিসা ত্রিপুরা, নাম নবীন মোহন ত্রিপুরা, পিতা খিকারাম ত্রিপুরা, কেনরঞ্জন ত্রিপুরা, পিতা মহিনত ত্রিপুরা।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন এলাকাটি খুবই দূর্গম পায়ে হেটে যেতে ২ দিন লেগে যায়, স্থানীয় ইউপি সদস্যকে বলেছি তালিকা তৈরি করে পরিষদে জমা দেয়ার জন্য।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন সাজেক ইউনিয়নের সবচেয়ে দূর্গ অঞ্চল নিউথাংনাং সেখানে অধিকাংশ বাসিন্দা দরিদ্র পিরিত, কাচা ঘর হওয়ায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে তালিকা তৈরি করে জমা দিতে, জেলা প্রসাশক মহদোয়ের সাথে কথা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: