রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ১১ টি ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২০ কেজি।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান এর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা এই সাপটি অবমুক্ত করেন। এসময় ব্যাঙছড়ি বিট কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী, রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান এবং কাপ্তাই প্রেসক্লাব এর সাবেক সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার সকাল সাড়ে ৮ টায় পার্বত্য চট্রগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান এর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা জীবতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মুরগীর ফার্ম হতে অজগর সাপটিকে উদ্ধার করেন।