রাঙামাটি সদর উপজেলা জীবতলী ইউনিয়নের ধনপাতা বন বিহারে ১৯ তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার অনুষ্ঠানের প্রথম দিনে ধনপাতা বন বিহারে মাঠে ফিতা কেটে বেইন ঘরের উদ্বোধন করেন মেরুল বাড্ডা আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাস্থবির। এসময় ধর্মদেশনা প্রদান করেন ধনপাতা বন বিহার অধ্যক্ষ প্রজ্ঞা বোধি মহাস্থবির।
গত সোমবার অনুষ্ঠানের প্রথম দিনে ধনপাতা বন বিহারে মাঠে ফিতা কেটে বেইন ঘরের উদ্বোধন করেন মেরুল বাড্ডা আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাস্থবির। এসময় ধর্মদেশনা প্রদান করেন ধনপাতা বন বিহার অধ্যক্ষ প্রজ্ঞা বোধি মহাস্থবির।
মঙ্গলবারে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ২৪ ঘন্টায় চরকায় তুলা কেটে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে তৈরি চীবরটি ভিক্ষু সংঘের নিকট দান করা হবে। এসময় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ। দুদিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শত শত বৌদ্ধ পূণার্থীর সমাগম ঘটেছে।