রাঙামাটি আসনে বিএনপি বিজয়ী হলে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে বলেছেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. দীপেন দেওয়ান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্টানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিগত সময়ে পার্বত্য অঞ্চল বরাবরই উন্নয়নের বাহিরে ছিলো। কিন্তু এই অঞ্চলে ব্যপকভাবে সম্ভাবনা থাকা শর্তেও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার কোন উন্নয়ন করেনি। কিন্তু বিএনপি সরকার গঠন করলে পার্বত্য অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতধারা নিয়ে আসা হবে সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে। একইসাথে শিক্ষার মান উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায়ও গুরুত্ব দেওয়া হবে।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল কাদের, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহ দপ্তর সম্পাদক নাসির খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃবাচ্চু মিয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজম।
নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।


















