রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। রাঙামাটি জেলার ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় এনে সারা দেশের ন্যায় রাঙামাটিতে এ ভিটামিন প্লাস কার্যক্রম শুরু শনিবার সকালে শুরু করা হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা স্বাস্থ্য বিষয়ক আহবায়ক সবির কুমার চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙামাটি স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা খোকন চাকমাসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার রাঙামাটি পার্বত্য জেলায় ৬-১১মাস বয়সী ১০হাজার ৫৩৭ জন এবং ১২-৫৯ বয়সী ৭৫ হাজার ৩২৩ জনসহ সর্বমোট ৮৫ হাজার ৮৬০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে। রাঙামাটি জেলার ১০উপজেলায় এই কার্যক্রম চলছে।