প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় আউট অব স্কুল চিলড্রেন প্রোগাম( পিইডিপি- ৪) এর উদ্যোগে বাস্তবায়ন সহায়ক সংস্থা আশ্রয় অঙ্গন এর সহযোগিতায় সোমবার ( ২৮ নভেম্বর) হতে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ।
এতে প্রথম ব্যাচে কাপ্তাই আশ্রয় অঙ্গন এর ৬৯ টি শিখন কেন্দ্রের মধ্যে ৩৫ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজার অংশ নিচ্ছেন বলে জানান রাঙামাটি আশ্রয় অঙ্গন এর নির্বাহী পরিচালক অমিয় সাগর চাকমা।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রথমদিনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন।
রাঙামাটি আশ্রয় অঙ্গন এর নির্বাহী পরিচালক অমিয় সাগর চাকমার সভাপতিত্বে এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ জগলুল হায়দার, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর গোলাম গফুর।