রাঙামাটির লংগদুতে বালুবাহী বোট ও স্পীড বোট সংঘর্ষের ৩৬ ঘন্টা পর জেলেদের জালের সাথে উঠে আসে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুলিশ জাযায়, গত ৪ নভেম্বর দুপুর ২.২০ টার সময় দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে।
শনিবার দিবাগত রাত একজনের লাশ ও রবিবার সকালে আরেকজনের লাশ পানিতে ভেসে উঠে।
এ বিষয়ে লংগদু থানার ওসি আরিফুল বলেন, আমাদের পুলিশ ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযানে প্রথম দিন থেকে ঘটনা স্থানে ছিলো আছে। নিখোঁজ দুজনের লাশ উদ্ধার হয়েছে।
উল্লেখ্য গত ৪ নভেম্বর শুক্রবার দুপুর ২.২০টার বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পীড বোট ও রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুবাহী বোটের উপর আঁচড়ে পড়ে। স্পীড বোটে থাকা চালক সহ নয়জনের মধ্যে সাত আহত হয় এবং বাকি দুজন পানিতে তলিয়ে যায়।