অক্ষর’র কবিতা সংখ্যার জন্য লেখা আহ্বা
খাগড়াছড়ি থেকে গত এক দশক ধরে প্রকাশিত সাময়িকী ‘অক্ষর’র কবিতা সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে। তিন পার্বত্য জেলার সব ভাষাভাষী সব বয়সী লেখকদের লেখা কবিতাকে স্বাগত জানাবে ‘অক্ষর’। নিয়ম অনুযায়ী প্রতি বছরের নববর্ষ ও বৈসু-সাংগ্রাই-বিজুসহ সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উৎসবের প্রতি সম্মান রেখে ‘অক্ষর’ প্রকাশিত হয়ে আসছে। এরিমধ্যে যেসব সম্মানিত লেখকরা লেখা পাঠিয়েছেন, তাঁদের লেখা পাঠানোর প্রয়োজন নেই। আগ্রহী লেখকদের আগামী ৩১ মার্চ ২০২৩ ইংরেজি তারিখের মধ্যে নিচের ঠিকানায় কবিতা পাঠানোর সবিনয় অনুরোধ জানানো হচ্ছে। কোন লেখক যদি নিজের মাতৃভাষায় কবিতা পাঠাতে চান সেক্ষেত্রে বাংলা হরফ ব্যবহার করার পরামর্শ থাকলো।
প্রদীপ চৌধুরী
সম্পাদক ‘অক্ষর’
ই-মেইল: prodip.cht@gmail.com
হোয়াটসঅ্যাপ: ০১৮১৯ ৬২৭৭৯৭
(প্রেস বিজ্ঞপ্তি)