বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটির সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান প্রদান করা হয়েছে।
আজ (২২ এপ্রিল) দুপুরে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটি রিজিয়নে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি, এসব ঈদ উপহার তুলে দেন।
মূলত পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষ্যে ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈষম্য নির্বিশেষে সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটি রিজিয়ন দায়িত্বপূর্ণ এলাকার দুস্হ বাঙালিদের মাঝেও ঈদ উপহার প্রদান করা হয়।
এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া অত্র রিজিয়নের অন্তর্গত প্রতিটি জোনে একই ধরনের সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে রিজিয়ন কমান্ডার সকলকে অবগত করেন।


















