পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির সহযোগী ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ছাত্র ও জন সমাবেশ করা হয়েছে।
২০ মে শনিবার রাঙামাটি শহরের কেকে রায় সড়কের মুখে রাঙামাটি জিমনিসিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিছি ছিলেন পার্বত্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
প্রধান অতিথি উষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। কিন্তু এটি রাজনৈতিকভাবে সমাধান না করে অন্যভাবে সমাধানের চেষ্টা করছে সরকার। রাজনৈতিকভাবে পাহাড়ের সমস্যাকে সমাধান না করলে এর সমাধান হবে না।
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি অধিকার নিশ্চিত করার মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান উষাতন তালুকদার।
বিশেষ অতিথি বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন, পাহাড়ে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। এজন্য পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলনে বিভিন্ন এলাকায় দেয়াল লিখন স্লোগানগুলো রাতের আধারে মুছে ফেলা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর অতুলন দাশ আলো, হিল উইমেন্স ফোডারেশনের ম্রানুচিং মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থোয়াইক্যা জাই চাক।
সমাবেশের প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন ঊষাতন তালুকদার।
সমাবেশে রাঙামাটির জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ছাত্র ও জনতা অংশ গ্রহণ করেন।