রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তিনতলা ভবন দখলকে কেন্দ্র করে পক্ষ – বিপক্ষ মধ্যে মারধর, ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনাস্থল থেকে দুই ভাড়াটিয়া মস্তানকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় এঘটনা ঘটে। আটককৃতরা হলেন- সিরাজুল ইসলাম(৩৬) ও ইরফান (২৮)। দু’জনের বাড়ি রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায়।
স্থানীয়রা জানান, সদর হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারি মৃত কবির হোসেন জীবিত থাকাকালিন ওই এলাকায় একটি তিনতলা ভবন নির্মাণ করে রেখে যান। ওই ভবন নিয়ে কবিরের স্ত্রী শাহানাজ বেগম ও সৎ ছেলেদের মধ্যে দখলের পায়তারা চলে। একপর্যায়ে ভবন দখল নিয়ে মারামারি বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মৃত কবিরের দ্বিতীয় স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামী জীবীত থাকা অবস্থায় ভবনসহ জায়গাটি দানপএ করে গেছে। আমার স্বামী মারা যাওয়ার পরে আগের সংসারের ছেলেরা এসে জোরপূর্বক ভবন দখলের চেষ্টা করে।
শাহানাজ আরো বলেন, মূলতঃ ঘটনা ঘটাচ্ছে ছনি কবির, মৃ – কবির হোসেন, ও আবির কবির মৃ- কবির হোসেন।
কোতয়ালি থানার ( ওসি) তদন্ত আকতার হোসেন জানান, গতকাল থেকে এই ভবন দখল নিয়ে দু’ পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুল আমিন বলেন, হাসপাতাল এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে।