সন্তান হত্যার অভিযোগে আটক হয়েছেন এক ব্যক্তি। সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ হানিফ (৫৪), সে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে তার বাড়ি।
জানা যায়, গত ২০ মে রাতে উপজেলার নকশী পল্লী রেস্টুরেন্টে সংলগ্ন এলাকায় শাহিন আলম(১৪)কে বাবা হানিফ মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরবর্তী আহত অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়, সেখানে ১০ দিন পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
দীঘিনালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফ এর নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রেমানন্দ মন্ডল ও তার সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে ৩৮ দিন পর, তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে ২৮শে জুন রাতে ঘাতক মো. হানিফ (৫৪) কে আটক করেন।
দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী
জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ৩০২ ধারায় দীঘিনালা থানায় নিয়মিত হত্যা মামলা রয়েছে। মামলার পরই পালিয়ে যায়। তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হানিফ পলাতক থাকা কালীন সময়ে একাধিক মোবাইল ও সীম কার্ড পরিবর্তন করেছেন।