ঝুলন দত্ত, কাপ্তাই।
শ্রদ্ধা, ভালোবাসা এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান মফিজুল হক , উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এইসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী সহ পুলিশের সদস্যরা ।
এইছাড়া শহীদ দিবস উপলক্ষে আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অপরদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন।
কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।