রাঙামাটির ২৯৯ নং একমাত্র আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী হারুন রশীদ মাতব্বর।
রবিবার বিকাল ৪ টায় রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের কাছে তিনি প্রত্যাহারের আবেদন জমা দেন। এ সময় জাতীয় পার্টির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা উপস্থিত ছিলেন।
প্রত্যাহারের আবেদন জমা দিয়ে হারুন রশীদ মাতব্বর সাংবাদিকদের বলেন, নির্বাচনে সময় দিতে না পারা এবং নিজের ব্যাক্তিগত কারণে তিন মনোনয়ন প্রত্যাহার করেছেন।
রাঙামাটির একমাত্র আসনে মনোনয়ন জমা দেন ৫ জন। এর আগে জেএসএস নেতা উষাতন প্রত্যাহার করায় নির্বাচনে থাকছেন বাকী ৩ জন এরা হলেন আওয়ামীলীগের দীপংকর তালুকদার, সাংস্কৃতি ঐক্য জোটের আওয়ামীলীগ নেতা অমর কুমার দে এবং তৃণমুল বিএনপির মিজানুর রহমান।
রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটি আসনে সর্বমোট ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে থেকে ২ জন প্রত্যাহার করেছেন। তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। রাঙামাটিতে ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন।