রাঙামাটিতে ফৌজদারী বিভিন্ন আইন নিয়ে বিচার বিভাগের অবহিতকরণ কনফারেন্স অনুষ্ঠিত বিভিন্ন ফৌজদারি অপরাধের আইন ও সর্বশেষ আইন বিষয়ে অবহিতকরণ, আসামী আটক, আসামী হস্তান্তর সংক্রান্ত আইন অবহিতকরণ বিষয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্মেলন কক্ষে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন সভাপতিত্ব করেন রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো আবু হানিফ।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম,অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা, কোহিনুর আক্তার, ইশরাত জাহান পুনন, স্বর্ণ কমল সেন, মোঃ জামসেদ আলম, জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, শাহ এমরান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পিপি এড মিহির বরণ চাকমা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, সমাজ সেবা, জেলা কারাগার ও বিজিবি সেক্টর কমান্ডার প্রতিনিধি উপস্থিত ছিলেন।