রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী বাস ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রর চালকসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের কিয়াংঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা হয়ে বাঘাইহাট বাজার থেকে পর্যটক নিয়ে মাহিন্দ্র গাড়িটি সাজেক পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথে সাজেক থেকে ছেড়ে আসা শান্তি পরিবহণ নামে চট্টগ্রামগামী বিপরীতমুখী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্র গাড়িটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাজেক থানার পুলিশ পরিদর্শক কনক সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।