পাহাড়ি যুবক বাঙালি কিশোরীকে নিয়ে রাঙামাটিতে পালিয়ে এসে পুলিশের হাতে ধরা পড়েছে। মঙ্গলবার রাতে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ পুলিশ বক্সের সামনে ছেলে মেয়ে দুই জনকে সন্দেহজনক আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় কিশোরী চট্টগ্রাম আগ্রাবাদ থাকে। আর যুবকের বাড়ি খাগড়াছড়ি জেলার মাইসছড়ি। তারা একে অপরকে ভালবাসে। সে সূত্রে ছেলে মেয়েকে নিয়ে রাঙামাটি বেড়াতে এসে পুলিশের হাতে ধরা পড়ে। তবে তারা বিবাহ করেনি। কিশোরীর নাম রিক্তা আক্তার (১৭) ও যুবকের নাম সুশান্ত চাকমা (৩৬)।
সুশান্ত চাকমা বলেন, আমি রিক্তাকে ভালবাসি সেও আমাকে ভালবাসে। সে সুবাদে আমরা চট্টগ্রাম থেকে রাঙামাটি বেড়াতে এসেছিলাম। তবে আমারা বিয়ে করিনি।
রিক্তা আক্তার বলেন, আমার বয়স (১৭)বছর। গত ২বছর ধরে সুশান্ত চাকমার সাথে আমার সম্পর্ক। সে আমাকে চট্টগ্রাম থেকে রাঙামাটি বেড়াতে নিয়ে এসেছে। আমার দেশে বাড়ি বরিশাল বিভাগের ভোলা জেলায়। তবে চট্টগ্রাম আগ্রাবাদস্থ বড়পুল আমাদের বাসা। আমার মা বাবা ভাই বোন সবাই চট্টগ্রাম থাকে। তবে আমি যে, সুশান্ত চাকমার সাথে এসেছি তা পরিবারের কেউ জানেনা।
কোতোয়ালি থানার এস আই মাহফুজ বলেন, পাহাড়ি ছেলে এই বাঙালি মেয়েটাকে চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে রাঙামাটি বেড়ানোর উদ্দেশ্যে। কিন্ত ছেলে মেয়ের কথায় গড়মিল পাওয়া গেছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দুইজনকেই থানায় নিয়ে যাচ্ছি।