রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য অঞ্চলে যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে – রাঙামাটিতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

রাঙামাটিতে কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া হবে না। এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হতে পারবে না। যারা এখানে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেবো না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা অপরাধ করবে তাদেরকে আইনের হাতে সোপর্দ করবেন। সম্প্রীতি রক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। ২০ সেপ্টেম্বরের পুরো ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। দোষীদেরকেও আইনের আওতায় আনা হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হলে তা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা এ ধরনের কোনো কিছু করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাঙামাটি সফরকালে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেও সঙ্গে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এমন সিদ্ধান্তের কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা এএফ হাসান আরিফ ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, পুলিশের আইজপি ময়নুল ইসলাম, মেজর জেনারেল ফয়জুর রহমান (ডিজি, ডিজিএফআই), মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ (ডিজি, এনএসআই), মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ (ডিজি, বিজিবি) সামরিক, প্রশাসনিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা এএফ হাসান আরিফ ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, রাঙামাটি দেশের একটি বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতির অঞ্চল। এখানে সবাই শান্তি ও সম্প্রীতি চায়, সেটা বিভিন্ন জনের বক্তব্যে স্পষ্ট হওয়া গেছে। কিন্তু এর ছন্দপতন কোথায় তাও উঠে আসছে, যেটা হলো এখানকার দেশের কিছু কুচক্রী মহল পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট ঘটাতে চায়। ২০ সেপ্টেম্বরের রাঙামাটিতে যে অনাকাক্সিক্ষত ঘটনা তা কুচক্রীদের ষড়যন্ত্রের অংশ। তারা এখন বর্তমান সরকারকে দুর্বল করে দিতে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, ২০ সেপ্টেম্বর রাঙামাটির অকাক্সিক্ষত ঘটনায় যারা জড়িত সেব দোষীদের আইনের আওতায় আনা হবে। আমরা কোনো অবস্থাতেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এতে আমরা সর্বাত্মক সহায়তা দেবো। আমরা রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের সম্প্রীতি রক্ষায় কাজ করতে চাই। এজন্য সবাইকে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা দিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন, ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। এ কমিটি ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে এতে কারা জড়িত- তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে। ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা নিরুপণ করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেবে। তাছাড়া আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে রাঙামাটি রিজিয়নের প্রান্তি হল রুমে জেলা প্রশাসক মো. মোমারফ হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, সাবেক এমপি ঊষাতন তালুকদার, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জনসংহতি সমিতির জেলা সভাপতি ডা. গঙ্গামানিক চাকমা, জেলা জাতীয় পার্টিও সভাপতি হারুনুর রশিদ মাতব্বর, জেলা জামায়েতের আমির আবদুল আলীম, সাংবাদিদেও পক্ষে সুশীল প্রসাদ চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং, বিশিষ্ট আইনজীবী প্রতীম রায় পাম্পু, সিভিল সার্জন ডা. ইূয়েন খীসা, হেডম্যান থোয়াই অং মারমাসহ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রধিনিধিরা।

বক্তারা ২০ সেপ্টেম্বরের অনাকাক্সিক্ষত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে না পাওে সেজন্য সবাইকে সহনশীল ও আন্তরিকতার সঙ্গে শান্তি ও সম্প্রীতির উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, খাগড়াছড়ির পাহাড়ি-বাঙ্গালির সংঘর্ষের রেশ ধরে ২০ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে রাঙামাটি শহরে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের’ ব্যানারে কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই কয়েক হাজার পাহাড়ি যুবক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের জিমনেসিয়াম হয়ে প্রধান বানিজ্যিক এলাকা বনরূপা বাজারে এসে মসজিদ, পেট্রাল পাম্পসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে থাকে। এতে করে ব্যাপক উত্তেজন ছড়িয়ে পড়ে পুরো শহরজুড়ে। মসজিদ-মার্কেটসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনায় স্থানীয় বাঙ্গালীরা সংগঠিত হয়ে ধাওয়া দিলে শহরে পাহাড়ি-বাঙালির সংঘর্ষের ঘটনা ঘটে। মিছিল থেকে বনরুপা মসজিদে ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কলেজছাত্র অনিক কুমার চাকমা নিহত এবং ৬৪ জন গুরুতর আহত হন। আহতদেও মধ্যে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. ইূয়েন খীসা। সংঘর্ষ চলাকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ অফিস ভবন, বনরুপা হ্যাপিরমোড় এলাকা, কালীন্দিপুর এলাকায় বিভিন্ন বাড়িঘর ও স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় রাঙামাটিতে শান্তি ও সম্প্রীতি ফেরাতে শনিবার অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা এবং সামরিক, প্রশাসনিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা রাঙামাটি পরিদর্শন করে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেন। তারা হেলিকপ্টার যোগে দুপুরে রাঙামাটি বিজিবি সদর দপ্তরে অবতরণ করেন। এরপর সেখান থেকে ঘটনাস্থল দেখে মতবিনিময় সভায় যোগ দেন। বিকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করেন।

এদিকে ওই ঘটনার পর রাঙামাটিতে এখনো জনমনে ভয়ভীতি বিরাজ করছে। শহরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। সড়ক পরিবহণ মালিকদের ডাকে অনির্দিষ্টাকালের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে প্রায় সব ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। পাশাপাশি জুম্ম ছাত্র আন্দোলনের ব্যানারে ইনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থনে শনিবার সকাল থেকে সড়ক ও নৌপথে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শিশু দিবসে জাতির পিতার ম্যুরালে কাপ্তাই পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন 

চড়কায় সুতা কেটে রাজবন বিহারে চীবর দান শুরু

পাহাড়ে বন রক্ষায় বন বিভাগ ব্যর্থ হয়েছে -দেবাশীষ রায়

সরকারী সুবিধা থেকে বঞ্চিত বাঘাইছড়ির চুড়াখালীর ১১ গ্রামের মানুষ

বাঘাইছড়িতে শেখ কামাল জম্মবার্ষিকী পালন

কাপ্তাইয়ে ঝুঁকিতে বসবাস করছে শত শত পরিবার

রাঙামাটিতে পার্বত্য মন্ত্রনালয়ের কৃষি সরঞ্জামসহ নগদ অর্থ বিতরণ

সরকারের উন্নয়ন ও উপজেলা নেতৃত্বকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় আবুল কাশেম ভুঁইয়াকে বয়কটের আহবান

বান্দরবানে নিহত আহত সরকারি কর্মচারীর পরিবার পেল অনুদান

ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়ির ৩ সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

%d bloggers like this: