আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে স্লোগানে রাঙামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী সজীব কান্তি রুদ্র এর নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র্যালিটি পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়েছে। র্যালীতে অংশগ্রহণে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ড ত্রিপুরা, থানা এস আই মাহদুদ, বন বিভাগের কর্মকর্তা তুহিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সদস্য হাবীবুল্ল্যাহ মিজবা, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদু গনি, উপজেলা তথ্য আপা লুই মারমা সহ সরকারি কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। শুরুতে স্বাগত বক্তব্য বলেন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদু গনি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।