খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, শিশু ও কিশোরদের মোবাইল থেকে দূরে রাখতে খেলাধুলার ছাড়া বিকল্প নেই।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি শারিরীক মানসিক ঠিক রাখতে খেলাধুলায় মনোনিবেশ করা উচিত। শিশু-কিশোররা একসঙ্গে বসে মোবাইলে খেলছে অথচ একে-অপরের সাথে ঠিক ভালো মন্দ কথা পর্যন্ত বলছে না। এসব কারণে সমাজিক আচরণ বা বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারছে না শিশুরা। পাশাপাশি তাদের মানসিক বিকাশও ঘটছে না। তিনি আরো বলেন, এখনই মোবাইলের অপব্যবহার রোধ করতে হবে এবং প্রয়োজন ছাড়া শিশু-কিশোররা যেন মোবাইল ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং কিশোরদের মোবাইল ছেড়ে অবশ্যই খেলার মাঠে মনোযোগ দিতে হবে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ আওতায় সদর উপজেলায় ক্রিকেট টুর্নামেন্ট (অ-১৬) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, সদস্য নিটোল মনি চাকমা।
এসময় জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সুমন, ক্রীড়া সংগঠক ও প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, রেভিলিয়াম রোয়াজাসহ ক্রীড়াঙ্গনে সংশ্লিষ্ট ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন। এ টুর্নমেন্টে তিন দল অংশ নেন। এতে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমি ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন প্রজন্ম ক্লাব। আলোচনা সভার শেষে পুরস্কার বিতরণ করা হয়।