বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি: রাবিপ্রবিতে সিভি রাইটিং কর্মশালা

প্রতিবেদক
রাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “Campus to Corporate” প্রতিপাদ্যে প্রফেশনাল সিভি রাইটিং বিষয়ক প্রশিক্ষণ সকাল ১০ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কর্পোরেট আস্ক এর ফাউন্ডার ও সিইও নিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যারিয়ার ক্লাবের মডারেটর সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের আহবায়ক আলিফ সাঈদ ফাতিক।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, একজন শিক্ষার্থী যখন চাকরির বাজারের জন্য বের হবে তখন তাকে সব কিছু প্রস্তুত হয়ে থাকতে হবে। তবেই তিনি একজন সফল হিসেবে বিবেচিত হবেন। যোগ্যতা, সততা এবং কঠোর পরিশ্রমী হলে তাদের চাকরি অভাব হবেনা। সিভি রাইটিং নিয়ে সেমিনার আয়োজনের জন্য তিনি রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির বাজারে সারা বিশ্বে রাবিপ্রবিকে উচ্চ শিখরে নিয়ে যাবে এবং এ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করতে সাহায্য করবে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সদস্য ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাভাগের শিক্ষার্থী মো: রাকিবুল হাসান। রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: