রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে রাঙামাটি সংসদীয় আসনের সাবেক সাংসদ দীপংকর তালুকদারের গ্রেফতারের আনন্দে আনন্দ মিছিল ও মিষ্টি ভিতরন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় রাইখালী ফেরিঘাট হতে শুরু হয়ে আনন্দ মিছিলটি রাইখালী বাজার পদক্ষিন করে রাইখালী সদরে এসে শেষ হয়।
রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেনও সাংগঠনিক সম্পাদক মোঃআবিদুল্লার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত হোসেন।
এসময় কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুর শুক্কুর, সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল ও কাজী মোহাম্মদ রায়হান, মোহাম্মদ রফিক সাবেক রাইখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।