দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নারী নির্যাতন ও মবজাস্টিস কালচার বন্ধের দাবিতে রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমরা প্রত্যক্ষ করছি যে বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতর ক্রম অবনতি হচ্ছে। গত কয়েক মাসে দেশে খুন ও ধর্ষণ উদ্বেগ জনক হারে বেড়ে গেছে। ছিনতাইকারী ও কিশোর গ্যাং এর অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ। রাজনৈতিক অস্থিরতা সবাইকে ভাবিয়ে তুলেছে।
পবিত্র মাহে রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
এছাড়া মব জাস্টিস প্রতিরোধকল্পে বিশেষ নজরদারির উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এতে বক্তব্য রাখেন সুজনের জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ার, সুজনের পৌর কমিটির সেক্রেটারি মো: এরফানুল হক রুমেল। জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ইসমত আরা বিবি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সুকুমার বড়ুয়া, ইন্দ্র দত্ত তালুকদার, মিলন কান্তি চাকমা আশিষ বড়ুয়া, উজ্জল চাকমা প্রমুখ।