খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে বিশ্ব ব্যাংক, আইএফএড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৪টি ইউনিয়নের শতাধীক কৃষক-কৃষাণীদের নিয়ে “বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ মে) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মসূচিটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহালছড়ি খাগড়াছড়ি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে মহালছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্মতা মুকুল চন্দ্র দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ বাছিরুল আলম, বিশেষ অতিথী হিসেবে ছিলেন জেলা সহকারী উপ-পরিচালক আহসানুল হক চৌধুরি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিসার স্বাগত বক্তব্য প্রদান করেন এরপর পিএফএস/নন পিএফএস কৃষক-কৃষাণীরা তাদের বিগত বছরে মাঠ স্কুল পর্যায়ে যা শিখেছেন, জেনেছেন, বুঝেছেন সে অভিজ্ঞতা শেয়ার করেন। এবং সামনের দিনে কিভাবে আরো ভালো কিছু করা যায় তা জানতে চেয়ে নানান প্রশ্ন করেন। এরই পরিপেক্ষিতে কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেন প্রশ্নের উত্তর প্রদান করেন। সেই সাথে তিনি ফিল্ড স্কুল পদ্ধতির কার্যকারিতা কৃষক পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের প্রয়োজনীয়তা এবং প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ,কৃষক কৃষাণী, কৃষি কর্মকর্তাগণ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। মহালছড়ি কৃষি সম্প্রসারণ অফিস কতৃক এই মাঠ স্কুল কর্মসূচি শুরু করার পর এখন পর্যন্ত ১৩ টি করা হয়েছে যার মধ্যে ২ টি স্কুল এখন পর্যন্ত চলমান রয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক-কৃষাণী যার মধ্যে ৩০% নারী রয়েছে বলে জানা যায়।