সোমবার , ২৩ জুন ২০২৫ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২৩, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে রবিবার (২২ জুন) বিকাল সাড়ে তিনটায় ঈদগাঁও পাবলিক হল মিলনায়তনে।

আনোয়ার হোছাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মিসবাহ উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়ত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি হুমায়ুন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, সাংগঠনিক সম্পাদক মাছউদুর রহমান, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ইসলামপুর সভাপতি সাবেক ছাত্রনেতা সাহাব উদ্দিন, সেক্রেটারি আলা উদ্দিন, জালালাবাদ সভাপতি সোলায়মান মোর্শেদ, হেলাল উদ্দিন, সাংবাদিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, সাংবাদিক আতিকুর রহমান মানিক,সাংবাদিক হাফেজ বজলুর রহমান ও সাংবাদিক আজিজুর রহমান রাজু।

উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মনছুর আলম, সাংবাদিক ইসতিয়াক হাদি, সাংবাদিক আবু বক্কর চৌধুরী,সাংবাদিক রবিউল আলম, সাংবাদিক সেলিম আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ হলে দেশ ও এলাকার জনগণের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা যায়। জুলাই বিপ্লব পরবর্তী যে সুযোগ এসেছে তা সময় থাকতে‌ কাজে লাগাতে হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম কর্মীদের সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে আদর্শ সাংবাদিকতায় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সুশিক্ষিত তরুণদের এ পেশায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের কমিটি পুনর্গঠন করে আগামী সেশনের জন্য আনোয়ার হোছাইনকে পুনরায় সভাপতি ও মো মিসবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: