খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি পাড়ার গ্রাম্য বাজারে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং আরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় মুবাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ঘরে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা চেষ্টা চালালেও দোকান দুটি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মংলা মারমা জানান, পুড়ে যাওয়া দুই দোকানে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে পুনরায় এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।