কক্সবাজারের ঈদগাঁওয়ে মানবিকতা, সহানুভূতি ও সামাজিক উন্নয়ন নিয়ে গঠিত শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র উদ্যোগে বয়স্ক ও অসহায় মানুষদের মধ্যে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বামনকাটা গ্রামের রশিদ আহমদের পুত্র ক্যান্সার রোগী রমজান আলীকে ২০ হাজার ও পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী গ্রামের ওমর হাকিমের পুত্র কন্যাদায়গ্রস্থ পিতা মিজানুর রহমানকে ১০ হাজার টাকা পৃথক ভাবে প্রদান করা হয়।
শামসুল আলম মানবিক ফাউন্ডেশনের ঈদগাঁও উপজেলা সমন্বয়ক মোঃ শাহাজাহান নগদ অর্থ তাদের হাতে তুলে দেন।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বয়স্ক, রোগী ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থ প্রদান করে মানব সেবামূলক কাজ করে যাচ্ছে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি মানবিক সকল কাজগুলো গ্রহণ করে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হবে।
অডিও কনফারেন্সের মাধ্যমে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম বলেন, মানবসেবা সহ দুর্যোগময় সময়ে আমরা সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছি। ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান তিনি।